সোনারগাঁও: দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করে উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, আলোচনা সভায় উপজেলার সফল মৎস উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়েছে।
আলোচনা সভায় বক্তারা জানান, পুরো সপ্তাহ সারা দেশের ন্যায় র্যালী, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠান আয়োজন রয়েছে।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আহমেদ তিথি, কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা ইঞ্জিনিয়ার মো: আলমগীর চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা ও মৎস উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এআর







































