• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফের কাঁপলো দেশ, সিলেটের ছাতকে ভূমিকম্পের উৎপত্তি


সিলেট ব্যুরো: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০২:০৭ পিএম
ফের কাঁপলো দেশ, সিলেটের ছাতকে ভূমিকম্পের উৎপত্তি

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টা ১৯ মিনিটে সিলেটের ছাতককে কেন্দ্র করে এই কম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে। তবে এই কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত আট দিনের মধ্যে এটি দেশের দ্বিতীয় ভূমিকম্প। এর আগে গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্য, মাত্রা ছিল ৫ দশমিক ৯।

আজকের ভূমিকম্প সিলেট অঞ্চলে উৎপত্তি হলেও অনেকে টের পাননি বলে স্থানীয়রা জানিয়েছেন।

এসএইচ
 

Wordbridge School
Link copied!