• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফেসবুকে ছড়ানো নির্দেশনা পুলিশের নয়: এসএমপি কমিশনার


সিলেট ব্যুরো: অক্টোবর ১, ২০২৫, ০৭:৫৮ পিএম
ফেসবুকে ছড়ানো নির্দেশনা পুলিশের নয়: এসএমপি কমিশনার

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি নির্দেশনা পুলিশ বাহিনীর কোনো বক্তব্য নয়।

বুধবার পুলিশ কমিশনারের কার্যালয়ে ‘জিনিয়া’ অ্যাপসের উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই কথাগুলো আমাদের নয়। পুলিশ কাউকে অযথা হয়রানি করবে না।’

সম্প্রতি একটি কথিত নির্দেশনায় বলা হয়, মহানগরের ছয় থানার ওসিদের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে দেখা না যাওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিদিন দুজন করে গ্রেপ্তারের কথাও সেখানে উল্লেখ ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ নিয়ে প্রতিক্রিয়ায় কমিশনার বলেন, ‘আমরা মানবিক পুলিশ গড়তে চাই। নিরীহ কাউকে হয়রানি না করার নির্দেশনা সব কর্মকর্তাকে দেওয়া হয়েছে। পুরোনো কিছু মামলায় যাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এসেছে, যাচাই-বাছাই করে চার্জশিট থেকে বাদ দেওয়ার কাজ শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘আইনগত দায়িত্ব পালনে মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা আমাদের নীতির পরিপন্থী। ফেসবুকে ছড়ানো কথাগুলো পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি।’

এর আগে মঙ্গলবার এক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, নির্দেশনায় শব্দগত বিভ্রান্তি থাকতে পারে, তা সংশোধন করে পুনরায় পাঠানো হবে।

এদিকে এসএমপির নতুন অ্যাপস ‘জিনিয়া’ আগামী ১৬ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে চালু হবে মোগলবাজার থানায়। পর্যায়ক্রমে পুরো মহানগরে বিস্তৃত হবে এ সেবা। অ্যাপে নিবন্ধনের মাধ্যমে নগরবাসী যেকোনো পুলিশি সহায়তা নিতে পারবেন।

ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে চলমান অভিযানের প্রসঙ্গে কমিশনার বলেন, ‘পুলিশের প্রতিটি উদ্যোগেই কোনো না কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। তবে জনস্বার্থে এ অভিযান চলবে।’

এসএইচ
 

Wordbridge School
Link copied!