ফাইল ছবি
নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা–কামঠানা এলাকায় ঢাকা–বেনাপোল রেললাইনের পাশে মরদেহটি পাওয়া যায়।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তাঁর গায়ে ছিল নীল রঙের টি-শার্ট ও জিনসের প্যান্ট।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কালনা–কামঠানা এলাকায় রেললাইনের ওপর বসে ছিলেন ওই যুবক। কিছুক্ষণ পর বেনাপোল থেকে ঢাকাগামী একটি ট্রেন সেখানে দিয়ে যায়। পরে রেললাইনের পাশে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লোহাগড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনাস্থল রেলওয়ের আওতাধীন হওয়ায় যশোর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে। তবে এটি আত্মহত্যা না দুর্ঘটনা—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এসএইচ







































