ফাইল ছবি
নোয়াখালী সেনবাগে অজ্ঞাত দুবৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার মাছ মারেছে। শনিবার উপজেলার অর্জুনতলা ইউনিয়নের নাজির নগর গ্রামের আবদুল আউয়াল প্রকাশ ডালিমের ১৩ শতাংশ পুকুরের প্রায় ৭ হাজার তেলাপিয়া মাছ নিহত হয়।
আবদুল আউয়াল জানান, মাছগুলো বড় হলে তিনি পাশের ১৪০ শতাংশ পুকুরে স্থানান্তর করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু শুক্রবার রাতের কোন এক সময় বিষ প্রয়োগের কারণে মাছগুলো মারা যায়। ক্ষতিগ্রস্ত মাছ পরে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে।
উদ্যোক্তা জানান, তিনি দীর্ঘ ৯ বছর প্রবাসে অবস্থান করার পর দেশে ফিরে পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য মাছ চাষ শুরু করেছিলেন। এই বিশাল ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানিয়েছেন, উদ্যোক্তাকে থানায় সাধারণ ডায়েরি করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ







































