• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছাত্রদলের নবযাত্রা: আনন্দ মিছিলে কলেজ ক্যাম্পাস প্রফুল্ল


লক্ষ্মীপুর প্রতিনিধি অক্টোবর ২৬, ২০২৫, ০৬:৫৮ পিএম
ছাত্রদলের নবযাত্রা: আনন্দ মিছিলে কলেজ ক্যাম্পাস প্রফুল্ল

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাস এলাকায় মিছিলটি শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

নতুন কমিটির সভাপতি ইসমাইল হোসেন রনি ও সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেলের নিমন্ত্রণে মিছিলে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল খালেদ, ছাত্রদল নেতা জিদান চৌধুরী ও বায়েজিদ ভূঁইয়া সহ অনেকে।

আনন্দ মিছিল প্রাণবন্ত ও উৎসবমুখর করতে সাবেক কলেজ শাখার কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান অভি ও সদস্য সচিব মাইনুল হাসান শাওন দৃশ্যমান নেতৃত্ব প্রদান করেন।

হাসিবুর রহমান অভি বলেন, “সন্ত্রাস-মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বত্র ভূমিকা রাখবে ছাত্রদল। আমরা বিশ্বাস করি তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ প্রতীকে পড়বে।”

নতুন কমিটির সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল বলেন, “সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সুসংগঠিতভাবে ছাত্রদলের রাজনীতি করার ঘোষণা দিচ্ছি। ভবিষ্যতে শিক্ষার্থীদের চোখের ভাষা ও মনের ভাষা বুঝেই কাজ করব। আগামী নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, “এশিয়ামহাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের বিভিন্ন ক্লান্তি লংঘনে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখেছে। বিগত সময় স্বৈরাচার সরকার দমন-পীড়নে সারাদেশে ছাত্রদলের ওপর জেল-জুলুম ও নির্যাতন চালিয়েছে।”

সংক্ষিপ্ত আলোচনার শেষে নবগঠিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করা হয়।

এসএইচ
 

Wordbridge School
Link copied!