ছবি: প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ ১৫ মাস ধরে ত্রাস সৃষ্টি করা চাঁন মিয়া ওরফে চাঁন্দা ডাকাত (৩৮) র্যাব-১১ দ্বারা গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
চাঁন্দা ডাকাত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের আব্দুল বাতেনের ছেলে এবং মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারের ভাই। তার বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করেছে, ৫ আগস্টের পর থেকে সে ও তার সন্ত্রাসী বাহিনী এলাকাবাসীকে জিম্মি করে রেখেছিল।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চাঁন্দা ডাকাত এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে নিরীহ মানুষদের ভয়ভীতি দেখাত এবং চাঁদাবাজি, লুটপাট ও মাদক কারবারে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়দের মতে, চাঁন্দা ডাকাত ও তার বাহিনী মোহাম্মদপুর ইউনিয়নের খামার থেকে গরু, মহিষ, মাছসহ অন্যান্য সম্পদ লুট করে এবং মাদক ব্যবসায় সুবিধাজনক অবস্থান তৈরি করেছে। এতে প্রায় ৩০ হাজার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ছিলেন।
র্যাবের কর্মকর্তা জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চরজব্বর ও হাতিয়া থানায় হত্যার চেষ্টা সহ অন্যান্য মামলাও রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র-গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চাঁন্দা ডাকাতের ভাই মো.দিদার অভিযোগ নাকচ করে বলেন, তার ভাইয়ের বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ নেই এবং ষড়যন্ত্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এসএইচ







































