• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রেলে আগুন, কর্মীদের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা


ময়মনসিংহ প্রতিনিধি নভেম্বর ১৯, ২০২৫, ১২:৩১ পিএম
রেলে আগুন, কর্মীদের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে রেলের নিরাপত্তা কর্মীদের সাহসিকতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে রেলস্টেশনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম।

জানা যায়, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যের সাহসী পদক্ষেপে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।  আরএনবি’র ৩ সদস্য হলেন— হাবিলদার মাসুদ রানা, সিপাহী আসাদুজ্জামান এবং নায়েক ঈসমাইল। তাদের এই তাৎক্ষণিক সিদ্ধান্তের ফলেই ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলে অন্ধকারে তারা পালিয়ে যায়।

মো. সিরাজুল ইসলাম জানান, আগুন লাগার বিষয়টি টের পেয়ে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখেন, বগির কয়েকটি সিটে দাউদাউ করে আগুন জ্বলছে। কোনো সরঞ্জাম হাতে না পেয়ে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা নিজেদের শরীরে থাকা জ্যাকেট খুলে তা ওয়াশপিটের নিচে জমে থাকা পানিতে ভিজিয়ে ফেলেন। এরপর সেই ভেজা জ্যাকেট দিয়েই আগুনের ওপর জাপটে ধরে তা নেভাতে সমর্থ হন।

স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, আগুন নিয়ন্ত্রণ করা না গেলে তা পার্শ্ববর্তী কোচ, ট্রেনের ইঞ্জিন এবং প্ল্যাটফর্মের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারত। প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের ধরতে অভিযান 

পিএস

Wordbridge School
Link copied!