• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তাজরীন ফ্যাশনের আগুন: ১৩ বছর পরও ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছে না শ্রমিকরা


জেলা প্রতিনিধি নভেম্বর ২৪, ২০২৫, ১২:১০ পিএম
তাজরীন ফ্যাশনের আগুন: ১৩ বছর পরও ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছে না শ্রমিকরা

ঢাকার সাভারে তাজরীন ফ্যাশন কারখানায় ২০১২ সালের ভয়াবহ আগুনের ১৩ বছর পূর্তি সোমবার স্মরণ করেন নিহত শ্রমিকদের পরিবার, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

আশুলিয়ার নিশ্চিতপুরে পরিত্যক্ত কারখানার সামনে অনুষ্ঠিত স্মরণ অনুষ্ঠানে ফুলদানী, দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মানববন্ধনে শ্রমিকরা এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করেন। তাদের অভিযোগ, চিকিৎসা না পেয়ে অনেকেই মারা গেছেন।

আহত শ্রমিক নাসিমা আক্তার বলেন, ১৩ বছর পেরিয়ে গেলো, কিন্তু আমরা ন্যায্য ক্ষতিপূরণ পাইনি। বেঁচে থাকার জন্য শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়েই ঝুটের গোডাউনে অল্প বেতনে কাজ করছি। চিকিৎসা না পেয়ে আমাদের অনেক সহকর্মী মারা গেছেন। আমরা এই দিনটি ভুলতে পারি না।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনে পরিকল্পিত আগুনে ১১৪ শ্রমিক নিহত এবং ১৭২ জন গুরুতর আহত হন। অথচ দায়ী কারখানা মালিক দেলোয়ার ও অন্যান্য ব্যক্তিদের বিচার হয়নি। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং বর্তমান সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবায়নের উদ্যোগ দেখা যাচ্ছে না। শ্রমিকদের সঙ্গে প্রতারণা চলছে।

২০১২ সালের এই অগ্নিকাণ্ডে মোট ১১৭ শ্রমিক নিহত এবং প্রায় দুই শতাধিক আহত হন। শ্রমিকরা এখনো ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং দায়ীদের বিচার দাবি করছেন।

এম

Wordbridge School
Link copied!