• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মানবাধিকার কর্মীর ছেলেসহ ১০ জনের নামে চার্জশিট


যশোর প্রতিনিধি মার্চ ২১, ২০১৭, ১০:৪২ পিএম
মানবাধিকার কর্মীর ছেলেসহ ১০ জনের নামে চার্জশিট

যশোর: যশোর ট্রাফিক পুলিশ অফিসের সামনে নাশকতার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। চার্জশিটে মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের ছেলে সবুজ মল্লিকসহ ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই শামীম আকতার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।

অন্য অভিযুক্তরা হলেন, শহরের গাড়িখানা রোড়ের হারুন-অর-রশীদের ছেলে সনি, সেলিম রেজার ছেলে সম্রাট, নুরুল ইসলামের ছেলে জোবায়ের ইসলাম রাহাত, বাবর আলীর ছেলে মাসুম, মহসিনের ছেলে মাসুদ, শংকরপুরের শফিকুল ইসলামের ছেলে সোহেল, ঘোপ সেন্ট্রাল রোড়ের আবু বক্কারের ছেলে আসাদুজ্জামান শিবলু ও শহরতলীর বিরামপুরের জগন্নাথ চৌধুরীর দুই ছেলে গোপী নাথ, বিশ্বজিৎ চৌধুরী।

চার্জশিটে বলা হয়েছে, অভিযুক্ত আসামিরা গত বছরের ১০ ফেব্রুয়ারি রাতে শহরের প্রাণকেন্দ্র দড়াটানার ট্রাফিক অফিস ও বৈদ্যুতিক ট্রান্সফর্মারে নাশকতার উদ্দেশ্যে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার শব্দে ট্রাফিক অফিসে থাকা সার্জেন্ট জহুরুল হক দ্রুত বের হয়ে এলে বোমা হামলাকারীরা পালিয়ে চলে যায়।

এ ব্যাপারে সার্জেন্ট জহুরুল হক বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে এজাহারভুক্ত ৭ জন, মামলার (এজাহার) বিররণীতে উল্লেখিত আরো তিনজনসহ ১০ জনের বিরুদ্ধে এ চার্জশিট দেয়া হয়েছে। চার্জশিটে অভিযুক্ত সবুজ মল্লিককে আটক এবং অন্যদের পলাতক দেখানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!