• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কয়েক ঘণ্টায় সাড়ে ৩ শতাধিক শ্রমিক অসুস্থ


গাজীপুর প্রতিনিধি মে ২৪, ২০১৭, ০৯:২৫ পিএম
কয়েক ঘণ্টায় সাড়ে ৩ শতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুর: কোনাবাড়ির কাশিমপুর শিল্প এলাকার ১১টি পোশাক কারখানার সাড়ে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

অসুস্থ শ্রমিকরা জানায়, কোনাবাড়ির কাশিমপুর, জরুন, নয়পাড়া শিল্প এলাকার কারখানাগুলোর শ্রমিকরা প্রতিদিনের মতো সকালে কাজে যোগ দেন।

ঘণ্টাখানেক পর প্রচণ্ড গরমের কারণে কটন ক্লাব বিডি লিমিটেড, মুনটেক্স, পালকি, তাসনিয়া ফ্যাব্রিক্স, মাল্টিসেফ ও আলিম নিটওয়্যার লিমিটেডের শ্রমিকদের পর্যায়ক্রমে বমি ভাব, মাথা ঘোরানো ও পেট ব্যাথা শুরু হয়। একে একে অসুস্থ হতে থাকেন শ্রমিকরা। অসুস্থদের অনেকের খিচুনিও দেখা দেয়। কয়েক ঘণ্টার ব্যবধানে কারখানাগুলোর সাড়ে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

কারখানা কর্তৃপক্ষ অসুস্থদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!