• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অস্ত্র ও কার্তুজসহ অভিযুক্ত শফি ডাকাত আটক


মেহেরপুর প্রতিনিধি আগস্ট ১২, ২০১৭, ১১:২৯ এএম
অস্ত্র ও কার্তুজসহ অভিযুক্ত শফি ডাকাত আটক

মেহেরপুর: জেলার গাংনী উপজেলার টেংরামারী প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে শফি উদ্দীনকে (৩৬) একটি দেশীয় সার্টার গান ও দু’টি কার্তুজসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) দিবাগত মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি অভিযানে তাকে আটক করা হয়। সে এলাকায় ডাকাত হিসেবে চিহ্নিত বলে জানায় পুলিশ। আটক শফি উদ্দীন হিন্দা গ্রামের মৃত নুর বক্সের ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঈদকে সামনে রেখে ডাকাতরা এলাকায় ডাকাতির চেষ্টা করছে মর্মে গোপন সংবাদ পাই। গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহতাব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে টেংরামারী প্রাথমিক বিদ্যালয় মোড়ে অবস্থান নেন। এক পর্যায়ে সেখান দিয়ে গন্তব্যে যাওয়ার সময় শফিকে অস্ত্র ও কার্তুজসহ আটক করা হয়। তবে শফির সঙ্গীয় কয়েকজন পালিয়ে যায়। তাদেরকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

শফির নামে গাংনী থানায় ডাকাতি, বোমা বিস্ফোরণ ও চুরির মামলা রয়েছে। অস্ত্রসহ আটকের ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!