• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ধান ক্ষেতে ভারতীয় তরুণের লাশ


কুড়িগ্রাম প্রতিনিধি নভেম্বর ২৪, ২০১৭, ০৪:৪৮ পিএম
কুড়িগ্রামে ধান ক্ষেতে ভারতীয় তরুণের লাশ

প্রতীকী ছবি

কুড়িগ্রাম: জেলার ভুরুঙ্গামারী সীমান্তের একটি ধান ক্ষেতে সাইফুর ওরফে রফিজ (৫০) নামে এক ভারতীয় তরুণের লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- তাকে হত্যা করে লাশ বাংলাদেশের অভ্যন্তরে ফেলে গেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজি গ্রামের বিলে একদল কৃষক ধান কাটতে গিয়ে ক্ষেতের ভেতর ওই লাশ পড়ে থাকতে দেখতে পায়।

স্থানীয়রা জানায়, ওই তরুণের বাড়ি ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার কালমাটি গ্রামে। তার বাবার নাম আব্দুল আজিজ মৌলভি। তার পরনে লুঙ্গি ও ফুল হাতা শার্ট এবং শরীরে জখমের চিহ্ন রয়েছে। সাইফুর ওরফে রফিজ চোরাকারবারের সঙ্গে জড়িত।

বাগভাণ্ডার ক্যাম্পের বিজিবির নায়েব সুবেদার জাকির হোসেন ও ভুরুঙ্গামারী থানার এস আই জালাল আহম্মেদ জানান, লাশটি ভারতীয় নাগরিকের। লাশটি শনাক্ত করার জন্য বিএসএফকে খবর দেয়া হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!