• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাবনায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা


পাবনা প্রতিনিধি ডিসেম্বর ১৫, ২০১৭, ০৯:৩৫ এএম
পাবনায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

পাবনা: জেলার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে মা সাহেরা বেগম (৫০) ও মেয়ে সালমা খাতুন (২২) বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৪ ‍ডিসেম্বর) বিকেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। সাহেরা বেগম ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী ও সালমা খাতুন মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দরিদ্র কৃষক আব্দুস সালাম কিছুদিন পূর্বে পাবনার সাথিয়া উপজেলার সিলংদহ গ্রামে জনৈক যুবকের সাথে ৫০ হাজার টাকা যৌতুক দিয়ে মেয়ে সালমার বিয়ে দেন। কিছুদিন পর সেখানে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। ছেলেপক্ষ ৪০ হাজার টাকাও ফেরত দেয়।

স্বামী পরিত্যক্তা মেয়ে সালমার দীর্ঘদিন পিত্রালয়ে অবস্থানকে কেন্দ্র করে সাহেরা বেগমের সাথে আব্দুস সালামের বিবাদের জের ধরে কথাকাটাকাটির একপর্যায়ে মেয়ে বিষপান করে, এ খবর মা জানতে পেরে তিনিও বিষপান করেন।

টের পেয়ে বাড়ির লোকজন ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মা ও মেয়ে দুজনেই মারা যান।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!