• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অভিযাত্রিক সংগঠনের উদ্যোগে মুন্সীগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ


মুন্সীগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০২:৩২ পিএম
অভিযাত্রিক সংগঠনের উদ্যোগে মুন্সীগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ

মুন্সীগঞ্জ : জেলা সদরের সিপাহীপাড়া এলাকায় অভিযাত্রিক নামে একটি সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে আনন্দ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুছ সামাদ আল আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসি. মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির জাহান, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাচ্চু শেখ।

এ সময় আব্দুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, শ্যামনলিনী উচ্চ বিদ্যালয়ের ২০ জন, চম্পাতলা উচ্চ বিদ্যালয়ের ২৫ জন, রামপাল এন বি এন উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, বছিরননেছা উচ্চ বিদ্যালয়ের ১৫ জনকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া ৪ জনকে বিশেষ সহায়তা প্রদান করে সংগঠনটি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!