• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ট্রাক ভর্তি ২০ মণ জাটকা জব্দ


ঝালকাঠি প্রতিনিধি ফেব্রুয়ারি ২৬, ২০১৮, ০৯:৫৬ পিএম
ট্রাক ভর্তি ২০ মণ জাটকা জব্দ

ঝালকাঠি: জেলার কাঠালিয়া বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে বিশ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আমুয়া উত্তর পাড় মৎস্য বন্দর থেকে এম আর ফিস নামের একটি ট্রাক ভর্তি জাটকা ইলিশ নিয়ে খুলনা যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়া বাসস্ট্যান্ডে ট্রাকটি আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম। এসময় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে এক লাখ ষাট হাজার টাকার বিশ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে জাটকা ইলিশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপাতিপুর গ্রামের মৃত ইয়াকুব আলী সানার ছেলে মো. খোদা বক্স সানাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ট্রাক চালক একই উপজেলার আলাইপুর গ্রামের আমজেদ আলী খানের ছেলে মো. ইয়াছিন খানকে (৩৫) তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে পনের দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম।

এছাড়া ট্রাকের হেলপার একই উপজেলার আলাইপুর গ্রামের সামসুর খানের ছেলে মো. লিটন খানকে বেকসুর খালাশ দেন। এছাড়া জব্দ করা জাটকা উপজেলার এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নাসির উদ্দিন ও থানার এসআই মো. হেলাল উদ্দিনসহ একদল পুলিশ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!