• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা গ্রেপ্তার


হবিগঞ্জ প্রতিনিধি মে ২৩, ২০১৮, ০৬:২৯ পিএম
মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ: হবিগঞ্জে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মধু মিয়া তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় শহরের আলী প্লাজার সামন থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মধু মিয়া বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি মো. শাহ আলম জানান, একাত্তর সালে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মধু মিয়া ও তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সময়ে বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের প্রমোদ রায়, আরাধন সরকার, লক্ষণ সরকার ও আদম আলীকে নির্মমভাবে হত্যার অভিযোগ রয়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। একাত্তর সালে মধু মিয়া তালুকদারের নেতৃত্বে মধু বাহিনী বিথঙ্গলসহ আশপাশের প্রত্যন্ত ভাটির গ্রামগুলোতে হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগ চালিয়েছে। তার পুরো পরিবারই এসব অপকর্মের সঙ্গে জড়িত ছিল। এনিয়ে তার বিরুদ্ধে মাস দুয়েক পূর্বে একটি মামলা দায়ের হয়েছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!