• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রাথমিকের ২৬ প্রধান শিক্ষককে গেজেটভুক্ত করার নির্দেশ


আদালত প্রতিবেদক জানুয়ারি ২৯, ২০২০, ১১:৩১ এএম
প্রাথমিকের ২৬ প্রধান শিক্ষককে গেজেটভুক্ত করার নির্দেশ

ঢাকা: জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (২৮ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

রায়ের পরে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, সরকার ২০১৩ খ্রিষ্টাব্দে সারাদেশে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণেরর সিদ্ধান্ত গ্রহণ করে। এ সিদ্ধান্তের আলোকে সারাদেশে ২৬ হাজারের বেশি প্রাইমারি স্কুল সরকারি করা হয়। সরকারিকরণের আগেই নোয়াখালী ও ভোলা জেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে রিটকারী ২৬ জন প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু গেজেটে রিটকারীদের প্রধান শিক্ষকের পরিবর্তে সহকারী শিক্ষক হিসেবে গেজেটভুক্ত করা হয়। যদিও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় রিটকরীদের অনেক সহকর্মীকে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করে। উক্ত গেজেটকে চ্যালেঞ্জ করে রিট করা হয়।

রিটকারীরা হলেন- মো. তাসলিম আলম, তাপশ চন্দ্র দাশ, লিটন চন্দ্র দাশ, প্রবির চন্দ্র দাশ, মোহাম্মদ মোসলেহ উদ্দিন, মোহাম্মদ আব্দুর রব, মোহাম্মদ জাফর উল্ল্যাহ্, মোহাম্মদ আহসান উল্ল্যাহ, মো. কামরুজ্জামান আজিম, আক্তার হোসেনসহ ২৬ জন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!