• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

তাম্মির বিরুদ্ধে এবার ডিজিটাল আইনে মামলার আবেদন


আদালত প্রতিবেদক মার্চ ২২, ২০২১, ১২:০১ পিএম
তাম্মির বিরুদ্ধে এবার ডিজিটাল আইনে মামলার আবেদন

ঢাকা : ক্রিকেটার নাসির হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে এবার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন তাম্মির সাবেক স্বামী মো. রাকিব হাসান।

এর আগে আদালতে করা মামলায় তিনি আগের বিয়ে গোপন থাকা অবস্থায় বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনেন। তবে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যাচার, বিষোদগার ছড়ানোর অভিযোগ করে সাবেক স্ত্রী তামিমা তাম্মির বিরুদ্ধে এ মামলার আবেদন করেন রাকিব।

যদিও সেটি এখনও গ্রহণ করেনি পুলিশ। মামলাটি যাচাই সাপেক্ষে গ্রহণ করার কথা জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

এ ব্যাপারে রাকিব হাসান গণমাধ্যমকে বলেন, আমি গত ২৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানার বিরুদ্ধে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তিনি বলেন, গত ১৯ মার্চ বেসরকারি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রচারিত হয়, যেখানে তাম্মি সাক্ষাৎকার দেয়। সাক্ষাৎকারে তাম্মি আমার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর, ন্যাক্কারজনক ও মানহানিকর মন্তব্য করে বলেন, ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক কম। হি ইজ এ সাইকিক। সাইকোলোজিকাল প্রব্লেম না হলে এসব জিনিস বিশ্বাস না করেও নিজের হাতের মধ্যে তাবিজ পরে, গলায় তাবিজ পরে, একেক জায়গায় তাবিজ পরে আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে। ওকে মেডিকেলে পাঠানো হোক, ও মেন্টালি সাইকো।

এসব কথাবার্তা পরবর্তীতে ইউটিউব ও ফেসবুক পেজে শেয়ারের পর ভাইরাল হয়ে যায়। যা আমার বিরুদ্ধে মানহানিকর ও আক্রমণাত্মক। তাছাড়া সে আমার ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়ে কথা বলেছে এবং আমার শিশু কন্যা তুবার পিতা-কন্যার সম্পর্ককে অপমান করে মন্তব্য করেছে। যা আমাকে এবং আমার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করেছে এবং আমাদের অপূরণীয় ক্ষতি করেছে।

রাকিব বলেন, আমি তাম্মির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫, ২৮ এবং ২৯ ধারার অপরাধের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে এজাহার হিসেবে নথিভুক্ত করতে আবেদন করেছি।

তিনি বলেন, থানা পুলিশ প্রথমে এ অভিযোগ গ্রহণ করতে চায়নি। পরে রাতে গ্রহণ করেছে। আশ্বাস দিয়েছে মামলা হিসেবে গ্রহণ ও তদন্ত করবে।

জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, লিখিত অভিযোগ হিসেবে গ্রহণ করেছি। বিষয়টি যাচাই করে দেখা হবে। সত্যতা মিললে মামলা হিসেবে গ্রহণ এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!