ফাইল ছবি
ঢাকা: দুইটি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।
মানহানি ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের করা দুই মামলায় খালেদা জিয়াকে স্থায়ী জামিন প্রদান করা হয়ে।
বৃহস্পতিবার (১৬ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
রুল নিষ্পত্তি করার ফলে খালেদা জিয়া এই দুই মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী কায়সার কামাল।
এর আগে ২০১৯ সালে ১৮ জুন এ দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাস করে জামিন দেন হাইকোর্ট।পরে জামিনের মেয়াদ বাড়ানো হয়।
২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এ দুটি মামলা করা হয়।
সোনালীনিউজ/আইএ
আপনার মতামত লিখুন :