• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

চা দোকানীকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন


মেহেরপুর প্রতিনিধি: আগস্ট ২৮, ২০২২, ০৯:৩৫ পিএম
চা দোকানীকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

মেহেরপুর: মেহেরপুরের বাগোয়ান গ্রামে টাকা চাওয়াকে কেন্দ্র করে লিয়াকত হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩ জনকে ১ বছর করে কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া অপর ৩ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) মেহেরপুরের অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাসের আদালত এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত ওলিয়ত খাঁর দুই ছেলে কাবিদুল ইসলাম (৫০) ও মফিজুল ইসলাম (৪০) এবং একই গ্রামের আবুল খাঁর ছেলে জামাত আলী খোকা (৪০)। এক বছর সশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন- মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত তোহর খাঁর দু’ছেলে লিয়াকত আলী খাঁ (৩৫), ও ভরস খাঁ (৩০) এবং আবু লাইসের ছেলে ছোট খোকন (২৯)। 

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। এদের মধ্যে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী জামাত আলী খোকা (৪০) পলাতক রয়েছে।

২০১৬ সালের ৮ জানুয়ারী বিকের ৩ টায় বাগোয়ান হাটে মাত্র ৪শ’ টাকার জন্য চা দোকানদার মৃত গোলাম মক্করের ছেলে লিয়াকত হোসেনকে প্রকাশ্যে খুন হয়।লিয়াকত আলীর ভাই মোখলেছুর রহমান বাদি হয়ে মুজিবনগর থানায় মামলা করেন। মামলা নং সেশন-১৯৪/১৬। মামলায় ২৭ জন স্বাক্ষীর স্বাক্ষ প্রদান করেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!