• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক


ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জুন ৬, ২০২৩, ০১:৩৪ পিএম
নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক

নারায়ণগঞ্জ : হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে সাক্ষ্যগ্রহণের জন্য পুলিশি নিরাপত্তায় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় কাশিমপুর কারাগার থেকে কোর্ট হাজত খানায় রাখা হয়েছে।

কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, ১১টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে তাকে হাজির করা হবে। এ আদালতে তার বিরুদ্ধে সোনারগাও থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।

মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন জানান, আমরা সাক্ষ্যগ্রহণের জন্য প্রস্তুত আছি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!