• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

কোটা আন্দোলনে গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৪, ০৫:৩৮ পিএম
কোটা আন্দোলনে গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা কিংবা নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর ও ঢাকা জেলার বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত। 

এরমধ্যে ঢাকা মহানগরের ৩৭ ও ঢাকা জেলার ৫ জন শিক্ষার্থী রয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালতে এ শুনানি শুরু হয়। আর ঢাকা জেলার ৫ জনের ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হয় শুনানি।

শুনানি শেষে শিক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন আদালত।ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (প্রসিকিউশন বিভাগ) আনিসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোনো এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে তা শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর অনুরোধ জানানো হয়।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য [email protected] ঠিকানায় তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে বৃহস্পতিবার (১ আগস্ট) জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা তিন জন এইচএসসি পরীক্ষার্থী এদিন জামিন পেয়েছেন। তারা শিগগিরই কারামুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যাবে।

 

আইএ

Wordbridge School
Link copied!