• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার ভাগনে শাহরিনের জামিন 


নিজস্ব প্রতিবেদক:  মে ৮, ২০২৫, ০৪:৩৪ পিএম
খালেদা জিয়ার ভাগনে শাহরিনের জামিন 

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের পৃথক মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে মো. শাহরিন ইসলাম তুহিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করে বৃহস্পতিবার (৮ মে) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হাসান রাজিব প্রধান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক।

আইনজীবী হাসান রাজিব প্রধান জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত জামিন দিয়েছেন।

এর আগে ২৯ এপ্রিল আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে বিশেষ জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।  

আইএ

Wordbridge School
Link copied!