• ঢাকা
  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ বুধবার


নিজস্ব প্রতিবেদক:  মে ২০, ২০২৫, ০৫:৪৮ পিএম
ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ বুধবার

ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে রিটের ওপর আদেশের জন্য বুধবার (২১ মে) দিন রেখেছেন হাইকোর্ট।  

মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আবেদনের পক্ষে রয়েছেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে রয়েছেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কামাল।

আইএ

Wordbridge School
Link copied!