• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বিচার কাজ পরিচালনায় হাইকোর্টে ৪৯ বেঞ্চ গঠন


নিজস্ব প্রতিবেদক:  জুন ১৭, ২০২৫, ০৯:১৮ পিএম
বিচার কাজ পরিচালনায় হাইকোর্টে ৪৯ বেঞ্চ গঠন

ঢাকা : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতির আদেশের বিষয়ে সোমবার (১৭ জুন) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, রোববার (২২ জুন) থেকে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করা হয়েছে। নোটিশে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চের নাম এবং বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে।

গত ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত সু্প্রিম কোর্টের অবকাশ। প্রথা অনুসারে প্রতিবার অবকাশ শেষে এবং প্রয়োজন অনুযায়ী প্রধান বিচারপতি তার প্রশাসনিক ক্ষমতাবলে বেঞ্চ গঠন ও পুনর্গঠন করে দেন।

পিএস

Wordbridge School
Link copied!