• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৩০ দিনের মধ্যে বিএনপি প্রার্থীর আবেদন নিষ্পত্তির নির্দেশ


আদালত প্রতিবেদক জানুয়ারি ৭, ২০১৮, ০৩:২৩ পিএম
৩০ দিনের মধ্যে বিএনপি প্রার্থীর আবেদন নিষ্পত্তির নির্দেশ

ঢাকা : রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল পুনরায় চেয়ে বিএনপি মনোনীত পরাজিত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার আবেদন আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৭ জানুয়ারি) বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বাবলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী।

জানতে চাইলে বাবলার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ভোটে বিভিন্ন অনিয়ম, কারচুপি, এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ভোট পুনর্গণনা চেয়ে গত ২৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন কাওসার জামান বাবলা। কিন্তু কোনো জবাব না পেয়ে ২৭ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন করেন তিনি। সেখানেও কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট করেন বাবলা।

এছাড়া আওয়ামী লীগ নেতা প্রাক্তন মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে ৬২ হাজার ৪০০ ভোট পেয়ে দ্বিতীয় এবং বিএনপি মহানগর সহ-সভাপতি কাওসার জামান বাবলা ধানের শীষ প্রতীকে ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় হন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!