• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট


আদালত প্রতিবেদক অক্টোবর ২১, ২০১৮, ০১:৩৯ পিএম
ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

রোববার (২১ অক্টোবর) সকালে তিনি এই রিট করেন। দুপুর ২টার দিকে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে পরীক্ষা বাতিল চেয়ে পুনরায় ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

সেই সঙ্গে ওই ভর্তি পরীক্ষা কেন অবৈধ ঘোষণা করা হবে না সে মর্মে রুল জারির আবেদন করা হয়েছে। রিট আবেদনে শিক্ষা সচিব, ঢাবি ভিসি ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে।

গত ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন প্রশ্নফাঁসের অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ আমলে নেয়নি। পরে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ছয়জনকে আটক করলে শাহবাগ থানায় মামলা করে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

প্রথমে ফল প্রকাশ স্থগিত রাখলেও পরবর্তীতে ১৬ অক্টোবর ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফল অস্বাভাবিক দেখা গেলে শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবি জানায়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!