• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিতু হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি কালু গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক জুন ৩, ২০২৩, ০২:৪১ পিএম
মিতু হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি কালু গ্রেপ্তার

মাহমুদা খানম মিতু। ছবি: সংগৃহীত

ঢাকা : চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতুর হত্যার আট বছর পর সরাসরি জড়িত থাকা কালু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু। ঘটনার পরের দিন জঙ্গি সংশ্লিষ্টতা দাবি করে বাবুল আক্তার নিজেই বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন।

গত ২ মে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে আলোচিত এ হত্যা মামলায় অসমাপ্ত সাক্ষ্য দেন মিতুর বাবা মোশাররফ হোসেন। গত ৯ এপ্রিল প্রথম সাক্ষী হিসেবে মোশাররফ হোসেনের সাক্ষ্যের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!