• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হিজড়া সেজে চিকিৎসকের মোবাইল চুরি


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৬, ২০২৩, ০১:০৬ পিএম
হিজড়া সেজে চিকিৎসকের মোবাইল চুরি

ঢাকা : হিজড়া না হয়েও হিজড়া সেজে হাসপাতাল থেকে মোবাইল চুরির অভিযোগে শাহিনুর (৪৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় মিরপুরের ১১ নম্বর সেকশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, শাহিন হিজড়া সেজে ঘুরলেও আসলে তিনি হিজড়া নন। তিনি একজন পুরুষ। চুরির সুবিধার্থে তিনি হিজড় সেজে ঘুরে বেড়ান।

গ্রেফতার শাহিন ঝালকাঠি জেলার নলছিটি থানার বিটনা গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে।

শুক্রবার তিনি গুরুতর অসুস্থতার ভান করে হিজড়া সেজে কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। আর্থিকভাবে অসচ্ছল ও হিজড়া দেখে চিকিৎসকরা বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করেন।

ডাক্তারের পরামর্শ নিয়ে শাহিন চলে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিফুল ইসলাম দেখেন তার মোবাইল ফোনটি নেই। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন হিজড়া সেজে চিকিৎসা নিতে আসা শাহিনই তার মোবাইল নিয়ে পালিয়ে গেছেন।  

শনিবার ওই চিকিৎসক মিরপুর থানায় গিয়ে অভিযোগ করলে পল্লবী থানা এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় হিজড়া নেতৃবৃন্দ এসে নিশ্চিত করেন শাহিন হিজড়া নন, তিনি পুরুষ। চুরি করতেই তিনি এই হিজরার বেশ নিয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!