• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মির্জা আব্বাসের কারামুক্তিতে বাধা নেই


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৪:০০ পিএম
মির্জা আব্বাসের কারামুক্তিতে বাধা নেই

ঢাকা: রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের অভিযোগে ঢাকার রেলওয়ে থানার করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনের আদালত শুনানি শেষে তাকে জামিনের আদেশ দেন।

এ নিয়ে সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।

মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘গত ৩১ অক্টোবর তাকে (মির্জা আব্বাস) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১১টি মামলা করা হয়। ১০ মামলায় তিনি জামিন পেয়েছেন। এই এক মামলায় তিনি কারাগারে আছেন। অসুস্থ, বয়স্ক মানুষ তিনি। তার জামিনের প্রার্থনা করছি।’  

রাষ্ট্রপক্ষে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনোয়ারুল কবীর বাবুল জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

উল্লেখ্য, গত বছর ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। 

এমএস

Wordbridge School
Link copied!