ছবি : সংগৃহীত
ঢাকা: আন্তর্জাতিক বাজারে আরো বেড়েছে সোনার দাম। স্পট মার্কেটে সোনার দাম ০.৩% বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩১৭.৬৫ ডলারে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের সোনার ফিউচারস ০.৪% বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৩৪৭.৪০ ডলারে।
এদিকে বুধবার রুপার দাম প্রতি আউন্স ৬৫ ডলার ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। চলতি বছরে রুপার দাম ১২৮% বেড়েছে। আর সোনার দাম বেড়েছে ৬৫%।
বুধবার স্পট মার্কেটে রুপার দাম ৩.৪% বেড়ে প্রতি আউন্স ৬৫.৯৪ ডলারে দাঁড়ায়, সেশনের শুরুতে এটি সর্বকালের সর্বোচ্চ ৬৬.৫২ ডলারে পৌঁছেছিল। সরবরাহ সংকট, শক্তিশালী শিল্প চাহিদা এবং বাড়তে থাকা জল্পনামূলক বিনিয়োগের কারণে এই ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।
স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, “রুপা অপশন বাজারে জল্পনার একটি বস্তুতে পরিণত হয়েছে এবং মৌলিকভাবে আমি মনে করি এটি এমন কিছু স্পষ্ট দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে তৈরি যে চাহিদার ভবিষ্যৎ খুবই ইতিবাচক।”
তিনি আরও বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ খনিজ। এটি সবুজ জ্বালানি কর্মসূচির অংশ। সব দিক থেকেই এটি সংকুচিত—সরবরাহের গতিবিধিও টানাটানির মধ্যে। তাই সে দিক থেকে জল্পনাকারীরা মূল প্রবণতার সঙ্গেই এগোচ্ছে।”
অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, ফেডারেল রিজার্ভের নরম নীতিগত প্রত্যাশা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সোনার দাম বাড়ছে। একই সাথে বাড়ছে রুপার দামও।
এদিকে প্লাটিনামের দাম ৩.৮% বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯২০.৭১ ডলারে পৌঁছায়, যা ১৭ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে প্যালাডিয়ামের দাম ১.৯% বেড়ে ১ হাজার ৬৩৪.২৯ ডলারে দাঁড়ায়, যা দুই মাসের সর্বোচ্চ।
পিএস







































