• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লাইফ বীমায় গ্রস প্রিমিয়াম আয় ৩ হাজার ৫০ কোটি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০২৫, ০৬:২৩ পিএম
লাইফ বীমায় গ্রস প্রিমিয়াম আয় ৩ হাজার ৫০ কোটি

ফাইল ছবি

ঢাকা: দেশের বীমা খাতে অর্থনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে অনেকাংশে। এরি মধ্যেও ২০২৫ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের জীবন বীমা খাতে মোট গ্রস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৫০ কোটি ৩৬ লাখ টাকা। একই সময়ে নেট প্রিমিয়াম আয় হয়েছে ৩ হাজার ৩৩ কোটি ৭৭ লাখ টাকা।

দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রিমিয়াম আয়ের দিক থেকে বাজারে শীর্ষ অবস্থানে রয়েছে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৮৫৮ কোটি ৬৫ লাখ টাকা এবং নেট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৮৫৪ কোটি ৪৮ লাখ টাকা।

প্রিমিয়াম আয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয় ৫৫৩ কোটি ৭ লাখ টাকা এবং নেট প্রিমিয়াম আয় হয়েছে ৫৫১ কোটি ৯৬ লাখ টাকা। এরপর রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যার গ্রস প্রিমিয়াম আয় ২২৭ কোটি ৪৩ লাখ টাকা এবং নেট প্রিমিয়াম ২২৩ কোটি ৫৪ লাখ টাকা।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সেপ্টেম্বর প্রান্তিক শেষে ২১৮ কোটি ৭৫ লাখ টাকা গ্রস ও নেট প্রিমিয়াম আয় করেছে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সংগ্রহ করেছে ১৯২ কোটি ৫২ লাখ টাকা গ্রস এবং ১৮৯ কোটি ৫৯ লাখ টাকা নেট প্রিমিয়াম।

জীবন বীমা করপোরেশনের (জেবিসি) গ্রস ও নেট প্রিমিয়াম উভয়ই ১৬৮ কোটি ৬ লাখ টাকা। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পেয়েছে ১৫৮ কোটি ৬৫ লাখ টাকা গ্রস এবং ১৫৭ কোটি ৩৬ লাখ টাকা নেট প্রিমিয়াম।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ১২৯ কোটি ২২ লাখ টাকা এবং নেট প্রিমিয়াম ১২৯ কোটি ১০ লাখ টাকা। এছাড়া ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৯৫ কোটি ৩ লাখ টাকা, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৯০ কোটি ২ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৫৪ কোটি ৭৬ লাখ টাকা এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ৪৫ কোটি ৭৫ লাখ টাকা গ্রস প্রিমিয়াম আয় করেছে।

জানা যায়, একাধিক কোম্পানির প্রিমিয়াম আয় এখনও তুলনামূলকভাবে সীমিত। রূপালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম ৩৪ কোটি ১৫ লাখ টাকা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ২০ কোটি ৪৪ লাখ টাকা এবং বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ২৩ কোটি ৯৮ লাখ টাকা। অন্যদিকে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স ৯৬ লাখ টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৫০ লাখ টাকা, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৩৫ লাখ টাকা, শান্তা লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৪১ লাখ টাকা এবং বায়রা লাইফ ইন্স্যুরেন্স মাত্র ২ লাখ টাকা গ্রস ও নেট প্রিমিয়াম সংগ্রহ করেছে।

সেপ্টেম্বর প্রান্তিকের তথ্য অনুযায়ী, দেশের জীবন বীমা খাতে প্রিমিয়াম আয়ের একটি বড় অংশ কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যেই কেন্দ্রীভূত। শীর্ষ ও নিম্ন প্রিমিয়াম আয়কারী কোম্পানির মধ্যে ব্যবধান স্পষ্ট, যা খাতটির কাঠামোগত অসমতা ও প্রতিযোগিতার বাস্তব চিত্র তুলে ধরে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!