ছবি : প্রতিনিধি
নোয়াখালী: সেনবাগ থানা পুলিশ মোঃ আরিফুল ইসলাম নামের এক পিকআপ চালকের ঝুলন্ত মরহেদ উদ্ধার করেছে। আরিফ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির ৯নং ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর গ্রামের তোফায়েল বাবুর্চির বাড়ির মনির হোসেনের ছেলে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সেনবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বৃহস্পতিবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনালের হাসপাতালের মর্গে প্রেরন করা হবে।
নাম প্রকাশ না করা শর্তে এক নিকট আত্বীয় জানান, পারিবারিক কলহ নিয়ে আরিফ বিকারগ্রস্থ হয়ে পড়ে। এ ঘটনার জেরে বুধবার দিনের কোন এক সময় বাড়ির পাশ্ববর্তী গাড়ী রাখার গ্যারেজে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করে। দুপুরে গ্যারেজের মালিক গ্যারেজে গিয়ে দেখেন পিকআপ চালক আরিফুল ইসলামের মরদেহ ঝুলছে। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশেীরা এগিয়ে আসেন এবং সেনবাগ থানায় খবর দেন। পরে বিকেলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বুধবার সন্ধ্যায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পিএস







































