• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিরপুরে সিয়াম হত্যা; দুই কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার  


নিজস্ব প্রতিবেদক মে ২৭, ২০২৩, ০২:৩৩ পিএম
মিরপুরে সিয়াম হত্যা; দুই কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার  

ঢাকা:  রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার লালকুটি এলাকায় স্কুল শিক্ষার্থী কিশোর সিয়াম (১৪) হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত কিশোর গ্যাং লিডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো- শান্তনুর হোসেন রুবেল ওরফে পটেটো রুবেল (২৭) ও মসিউর রহমান রকি (২৮)। গতকাল শুক্রবার (২৬ মে) র‍্যাব-৪ সাভার থেকে ও ৮ বরিশালের বাকেরগঞ্জে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম। 

তিনি জানান, গত ২১ মে রাতে রাজধানীর দারুস সালাম থানার লালকুটি এলাকায় স্কুল ছাত্র সিয়াম’কে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রসহ হামলা চালায়। আহত সিয়ামকে রক্তাক্ত ফেলে পালিয়ে যায়। 

পরবর্তীতে স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত সিয়ামের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 

গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবাদে হত্যা জড়িত থাকার কথা স্বীকার করেছে উল্লেখ করে মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা রাজধানীর দারুস সালাম লালকুটি এলাকায় সংঘবদ্ধ কিশোর গ্যাং লিডার। তারা এলাকায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!