• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বন্ধুর পায়ের রগ কাটা সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১২:৫৪ পিএম
বন্ধুর পায়ের রগ কাটা সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা : গাজীপুরে প্রতিপক্ষের পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় মামলায় আসামি ছাত্রলীগ নেতা রবিনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম থেকে একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে গাজিপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সে বিভিন্ন অভিযোগের ২৭টি মামলার আসামি বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই ছাত্রের নাম মো. ফেরদৌস (২৭)। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরের শিক্ষার্থী।

গত ৩ সেপ্টেম্বর ভুক্তভোগীকে তুলে নিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ ওঠে গাজীপুরের একই কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রবিন সরদারের বিরুদ্ধে। এ ঘটনায় গাজীপুর মহানগরীর বাসন থানায় অপহরণ এবং মারধরের অভিযোগ এনে মামলা হয়।

ফেরদৌস ও রবিনের মধ্যে একসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে জানা যায়। ঘটনার পরদিন দুপুরে রবিন সরদার ফেরদৌসকে তার ফেসবুক থেকে জন্মদিনের শুভেচ্ছাও জানান।

এমটিআই

Wordbridge School
Link copied!