• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হত্যা করে ছদ্মবেশে পলাতক, ৯ বছর পর র‌্যাবের হাতে আটক


ফরিদপুর প্রতিনিধি: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৫:৩১ পিএম
হত্যা করে ছদ্মবেশে পলাতক, ৯ বছর পর র‌্যাবের হাতে আটক

ফরিদপুর: হত্যাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক থাকা আসামি এরশাদকে ৯ বছর পর রাজধানীর হাজারীবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গতকাল সোমবার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। হত্যা মামলাসহ মোট ৩টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘ নয় বছর যাবৎ পলাতক আসামী মোঃ এরশাদ মাতুব্বরকে (৩৪) গ্রেফতার করে।

আসামী এরশাদ মাতুব্বর ফরিদপুর জেলার সালথা থানার গৌড়দিয়া গ্রামের নবাব মাতুব্বরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকে আসামি এরশাদ আত্মগোপনে চলে যায়। গ্রেফতারের পূর্বে সে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে কখনও রিক্সা, কখনও ভ্যান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতো। সর্বশেষ রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন হাজারীবাগ পার্ক এলাকায় ভ্রাম্যমান ভ্যানে করে পেয়ারা বিক্রি করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!