• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

‘ভাড়া করা লোক দিয়ে নাশকতা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না’


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২৩, ০৫:৩৮ পিএম
‘ভাড়া করা লোক দিয়ে নাশকতা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না’

গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ।

ঢাকা: হরতাল-অবরোধ ডেকে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন আর ভাড়া করা লোক দিয়ে নাশকতা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ। নাশকতার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আলোচিত এই পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে হারুন এসব কথা বলেন।

হরতাল-অবরোধে নাশকতার সমালোচনা করে হারুন বলেন, ‘কিছু রাজনৈতিক দল ৯ বারে ১৮ দিন অবরোধ ও তিন দিন হরতাল ডেকেছে। কিন্তু অবরোধ ডেকে তারা পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে রাস্তায় যানবাহন ও মানুষের ওপর বোমা নিক্ষেপ করাচ্ছে। যেখানে পরিত্যক্ত গাড়ি রাখা হয়, সেখানে গিয়ে আগুন লাগাচ্ছে। এভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।’

হরতাল-অবরোধে জনগণ সাড়া দেয়নি দাবি করে ডিবিপ্রধান বলেন, ‘হরতাল ও অবরোধ ডেকে রাস্তায় নামা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা তাদের সমাবেশ করতে পারে। আমরা আগেও দেখেছি, ২০১৪ সালে এ রকমভাবে তারা রাস্তায় বোমা নিক্ষেপ করেছে, পুলিশের ওপর হামলা করার চেষ্টা করেছে। জনগণ তাতে সাড়া দেয়নি।’

হারুন বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তা দিতে, সম্পত্তি রক্ষা করতে আমরা পুলিশ বাহিনী, ডিবি পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় থেকে রাত-দিন কাজ করি। উদ্দেশ্য একটাই, স্বাভাবিক যান চলাচলে কেউ যেন বাধা সৃষ্টি না করে। সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে কাজ করবে, তাদের সম্পত্তি রক্ষা করবে। কোনো দুষ্কৃতিকারী যেন কোনো হামলা করতে না পারে।’

হারুন আরও বলেন, ‘মানুষ তো অবরোধ ও হরতাল মানছে না। মানুষ ঘর থেকে বের হয়ে আসছে। অবরোধ ডেকে ঘরে বসে ভাড়া করা লোক দিয়ে বিচ্ছিন্নভাবে আগুন লাগানোর চেষ্টা করা হচ্ছে। এতে হয়ত আগুন লাগছে, দিনশেষে মানুষের মধ্যে এর কোনো প্রভাব পড়ছে না। তারা রাস্তায় চলাচল করছে।’

নাশকতাকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘যেসব দুষ্কৃতিকারী তথাকথিত অবরোধের নামে জানমালের ওপর ককটেল বিস্ফোরণের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, তাদের আমরা গ্রেফতার করেছি। অনেকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অনেকের নামও আমরা পেয়েছি। শিগগিরই তাদের গ্রেপ্তার করব।’

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় পুলিশ এখন নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করছে জানিয়ে হারুন বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের দিকনির্দেশনা মোতাবেক কাজ করছি। পাশাপাশি আমাদের রুটিন মাফিক কাজও করছি। জনগণের সরকারের সম্পত্তি রক্ষার দায়িত্ব আমাদের।’

ওয়াইএ

Wordbridge School
Link copied!