• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
৯৯৯ এ কল

ধর্ষনের শিকার শিশু উদ্ধারসহ অভিযুক্ত গ্রেপ্তার


নিজস্ব প্রতি‌বেদক ডিসেম্বর ৭, ২০২৩, ০৪:২৮ পিএম
ধর্ষনের শিকার শিশু উদ্ধারসহ অভিযুক্ত গ্রেপ্তার

ঢাকা : জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ অভিযোগ পেয়ে গাজীপুর  মহানগরী থেকে ধর্ষণের শিকার এক গৃহকর্মীর বোনকে উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সেইস‌ঙ্গে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে  ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে। গ্রেপ্তারকৃতের নাম- হযরত আলী (৪৪)।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার জানান, গতকাল বুধবার বিকেলে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার পূর্ব পাড়া  এলাকা থেকে নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ নম্বরে ফোন করে জানান, তাঁর বাসার গৃহকর্মীর এগারো বছর বয়সী ছোট বোনকে একব্যক্তি ধর্ষন করেছে। কলার এ বিষয়ে আইনী সহায়তার অনুরোধ জানান।

এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কোনাবাড়ি থানায় বিষয়টি দ্রুত আইনী ব্যবস্থা নেয়ার জন্য জানায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে (১১) উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

প‌রে ধর্ষনের দায়ে অ‌ভিযুক্ত লালমনিরহাট জেলার  কালিগঞ্জ উপজেলার বাসিন্দা হযরত আলীকে (৪৪) গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!