• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুলাউড়া ছাত্রলীগের নেতা রাজধানীতে গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ৯, ২০২৪, ০৮:৩৭ পিএম
কুলাউড়া ছাত্রলীগের নেতা রাজধানীতে গ্রেপ্তার

ঢাকা: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৯ নভেম্বর) ভোরে রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ 

রুমেল কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকার বাসিন্দা জামাল মিয়ার ছেলে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কুলাউড়া থেকে আত্মগোপনে চলে যান রুমেল। 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে তার নামে মৌলভীবাজারের কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে। মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

সূত্র জানায়, বিগত দিনগুলোতে নিষিদ্ধ সংগঠন কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ তার সহযোগীরা ত্রাসের রাজত্ব কায়েম করেন। সাংবাদিকসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিতেন। ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগের সভাপতি তায়েফ ও সাধারণ সম্পাদক রুমেলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে দা, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। 

এ সময় হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এছাড়া ৩ আগস্ট রুমেল তার বাহিনী নিয়ে হকিস্টিকসহ শোডাউন দিয়ে পুরো শহরসহ স্কুল, চৌমুহনী ও রেলস্টেশন চৌমুহনী এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক ছড়ান। এ সময় তারা পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে ছাত্রদের আন্দোলনে বাধা দেন এবং ৪ ছাত্রকে পুলিশ দিয়ে আটক করান।

কুলাউড়া থানার ওসি গোলাম আফছার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে ঢাকার বাড্ডা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুলাউড়ার সাধারণ সম্পাদক রুমেলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে। আসামিকে ঢাকা থেকে কুলাউড়ায় নিয়ে আসা হচ্ছে। আগামীকাল রোববার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

আইএ

Wordbridge School
Link copied!