• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ প্রত্যাহারের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২১, ১১:৫৩ এএম
আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ প্রত্যাহারের নির্দেশ

ফাইল ছবি

ঢাকা: বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ দাবি সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা অভিযোগ প্রত্যাহারে ডেল্টা লাইফের কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। 

ডেল্টা লাইফে আইডিআরএ কর্তৃক সদ্য নিয়োগ দেয়া প্রশাসক সুলতান-উল-আবেদীন মোল্লা বুধবার প্রতিষ্ঠানটির জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পল্লব ভৌমিককে একটি চিঠি দেয়। 

উল্লেখ্য, ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে সম্প্রতি আইডিআরএ’র চেয়ারম্যান ড. মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করে ডেল্টা লাইফ। এই অভিযোগের চিঠিতে পল্ল­ব ভৌমিকের স্বাক্ষর ছিল। সম্প্রতি এই প্রতিষ্ঠানের পর্ষদ ভেঙে সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ। এরপর দুর্নীতির অভিযোগ প্রত্যাহারে চাপ দেওয়া হলো। 

জানতে চাইলে সুলতান-উল-আবেদীন মোল্লা বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, প্রতিষ্ঠানটির সাবেক অডিট কমিটি পল্ল­ব ভৌমিককে চাপ দিয়ে এই অভিযোগ দাখিল করতে বাধ্য করেছিল। প্রশাসক নিয়োগের পর বিষয়টি নিয়ে নতুন করে একটি তদন্ত কমিটি হয়। এই কমিটির ৪ জন সদস্য। তদন্ত শেষে কমিটি জানতে পেরেছে এটি অভিযোগ বানোয়াট। এরপর ওই কমিটিই আমাকে চিঠি দিয়েছে, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে, আমি যাতে পল্লব ভৌমিককে এই অভিযোগ প্রত্যাহার করতে বলি। ফলে চিঠি দেওয়ার বিষয়টি কমিটির সিদ্ধান্ত। 

দুর্নীতির অভিযোগ প্রত্যাহার সংক্রান্ত চিঠিতে উল্লে­খ করা হয়, ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ অডিট কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আইডিআরএ'র চেয়ারম্যানের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ দাখিলে আপনাকে বাধ্য করেছিল। আপনি ভীত ও বিভ্রান্ত হয়ে এটা দাখিল করেছেন। এই অভিযোগ অসত্য বানোয়াট এবং হয়রানি করার জন্য। ফলে এ সংক্রান্ত তদন্ত কমিটির সুপারিশে দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত দেওয়া হলো।

জানা গেছে, আইডিআরএ এবং ডেল্টা লাইফের মধ্যে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে। এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এসব অভিযোগের মধ্যে রয়েছে- গ্রাহককে পলিসির টাকা না দেওয়া, তহবিল বাড়িয়ে দেখানো এবং সরকারের রাজস্ব ফাঁকি। এছাড়াও ভাড়াটিয়ার কাছ থেকে টাকা আদায় হলেও তা কোম্পানির হিসাবে দেখানো হয়নি। ব্যাংক হিসাবে ব্যাপক গড়মিল। কোম্পানির আর্থিক রিপোর্ট তৈরির ক্ষেত্রেও মানদণ্ড মানা হয়নি। সবমিলিয়ে প্রতিষ্ঠানটির ৪৭টি অনিয়ম চিহ্নিত হয়েছে। এরমধ্যে ১০টি অনিয়মকে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে। 

অন্যদিকে আইডিআরএ'র চেয়ারম্যান ড. মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। আর ঘুষ না দিলে বড় ধরনের জরিমানা আরোপসহ কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়।

এর আগে গত ৭ ডিসেম্বর অডিওসহ ড. মোশাররফ হোসেন বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল করে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ। পরে হাইকোর্ট কমিশনকে দ্রুত তদন্ত করার আদেশ দিয়েছেন বলে দাবি করেন কোম্পানিটির নির্বাহী পরিচালক চৌধুরী কামরুল আহসান। এনিয়ে উভয় পক্ষের দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সর কর্মকর্তা। 

চলতি মাসের ৭ ফেব্রুয়ারি ডেল্টা লাইফ টাওয়ারে বীমা কোম্পানিটিতে প্রশাসক নিয়োগসহ বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলন করে কোম্পানির পরিচালনা পর্ষদ। এসময় কোম্পানির নির্বাহী পরিচালক চৌধুরী কামরুল আহসান বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন তাদের কাছে প্রথমে ২ কোটি, পরে ১ কোটি এবং শেষে ৫০ লাখ টাকা ‘উৎকোচ’ দাবি করেছেন। লিখিত বক্তব্যে তিনি এও দাবি করেন, “বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন উদ্দেশ্যমূলকভাবে ডেল্টা লাইফের ২০১৯ সালের একচ্যুয়ারিয়াল ভ্যালুয়েশন এর বেসিস অনুমোদ না দিয়ে, মুখ্য নির্বাহী কর্মকর্তার নিয়োগ নবায়নে অনুমোদন না দিয়ে এবং কোম্পানিকে নানা অযুহাতে অন্যায়ভাবে জরিমানা আরোপের হুমকি দিয়ে চলেছেন। এমনকি তিনি কোম্পানির পরিচালনা পর্ষদ সাসপেন্ড করে প্রশাসক বসানোর হুমককি দিচ্ছেন।” এনিয়ে কথা বলতে গেলে মোশারফ হোসেন উৎকোচ দাবি করেছেন বলেও ডেল্টা লাইফের নির্বাহী পরিচালক অভিযোগ করেন। ওই সংবাদ সম্মেলেন ডেল্টা লাইফের পরিচালক জিয়াদ রহমান এবং সিইও আদিবা রহমানও উপস্থিত ছিলেন।

সবশেষ গত ১১ ফেব্রুয়ারি বীমা আইন ২০১০ এ ১৫ ধারা অনুযায়ী গ্রাহকদের স্বার্থ ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমানের নিয়োগ নবায়নের আবেদন নাকোচ করে নতুন প্রশাসক হিসেবে সুলতান উল আবেদনী মোল্লাকে নিয়োগ দেয় আইডিআরএ। 

অপরদিকে ডেল্টা লাইফের কর্মকর্তাদের বিরুদ্ধে কথোপকথন সুপারইমপোজড করে প্রতারণার অভিযোগে নিয়্ন্ত্রক সংস্থার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিপুল অংকের টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে ভ্যাট গোয়েন্দা সংস্থাও ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদের অপর আরেকটি মামলা দায়ের করে। যদিও সেই সব মামলা রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে কেউ আটক কিংবা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। 

সোনালীনিউজ/আরএইচ/

Wordbridge School
Link copied!