• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সূচকের পতনেও লেনদেন সামান্য বেড়েছে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৩:৪১ পিএম
সূচকের পতনেও লেনদেন সামান্য বেড়েছে

ফাইল ছবি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সুচকের পতনে হলেও লেনদেন কিছুটা বেড়েছে। আজ টাকার অঙ্কে গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে ১২৪ কোটি ৭২ লাখ ২৮ হাজার টাকা। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসই'র ব্রড ইনডেক্স ৬৭ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩১৭ দশমিক ৭১ পয়েন্টে। ডিএসই'র শরিয়ার সূচক ১৫ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২০৬ দশমিক ৭১ পয়েন্টে এবং ডিএসই'র-৩০ সূচক ৩৯ দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০১৭ দশমিক ৫৩ পয়েন্টে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

এদিন সূচকের কমলেও কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর ও ইউনিট বেড়েছে। আজ লেনদেনে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬ টির, দর কমেছে ১৫৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১৭টির। 

আজ টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৮১ লাখ ১৮ হাজার টাকা। গত কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!