• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিও’র মাধ্যমে শেয়ারবাজারে আসছে এস্ট্রো ষ্টিচ আর্ট


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২১, ০৩:১৫ পিএম
আইপিও’র মাধ্যমে শেয়ারবাজারে আসছে এস্ট্রো ষ্টিচ আর্ট

ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে আসতে চায় পোশাক খাতের কোম্পানি এস্ট্রো ষ্টিচ আর্ট লিমিটেড। এজন্য প্রাথ‌মিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার মাধ্যমে তা‌লিকাভু‌ক্তির প্রক্রিয়া শুরুর কার্যক্রমও হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। 

এরই ধারাবা‌হিকতায় রোববার (২৮ মার্চ) রাজধানীর মাইডাস সেন্টারে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এস্ট্রো ষ্টিচ আর্ট লিমিটেড।

এ সময় এস্ট্রো ষ্টিচ আর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, পরিচালক ইমন রহমান শিরিন, ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নোমানুর রশীদ, মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হাফিজ উদ্দিন ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু নাইম মো. ইব্রাহিমসহ অন্যান্য কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া কোম্পানিটি আইপিও পরামর্শক হিসাবে কাজ করবে ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড।

সোনালীনিউজ/এমএইচ 

Wordbridge School
Link copied!