• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বারাকা পাওয়ারের জিরো কুপন বন্ড আবেদন বাতিল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৫, ২০২২, ০১:০০ পিএম
বারাকা পাওয়ারের জিরো কুপন বন্ড আবেদন বাতিল

ঢাকা : পুঁজিবাজার থেকে বারাকা পাওয়ার লিমিটেডের বন্ডে মাধ্যেমে অর্থ উত্তোলনের আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা। কোম্পানিটি জিরো কুপন বন্ড উস্যু করতে চেয়েছিল।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ডিএসইর তথ্য মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ১৮০ কোটি টাকা উত্তোলনের জন্য গত বছরের নভেম্বর মাসে নন-কনভার্টিবল জিরোকুপন বন্ড সিদ্ধান্ত নিয়েছিল।বারাকা পাওয়ারের পরিচালনা পর্ষদ, কোম্পানির উচ্চ সুদের ঋণ পরিশোধের লক্ষ্যে এই অর্থ উত্তোলনের সিদ্ধান্ত নেয়।

২০১১ সালে তালিকাভুক্ত কোম্পানিটি এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে জিরোকুপন বন্ড আবেদন জমা দেয়। এরপর বিএসইসি আবেদনটি যাচাই-বাছাই করে অসম্মতিপত্র দেয়। তবে কী কারণে সম্মতি দেওয়া হয়নি তা জানানো হয়নি। কোম্পানির ২০২১ সালের আর্থিক প্রতিবদেন অনুসারে মোট ঋণ রয়েছে ৩৫৮ কোটি টাকা। যার বেশিরভাগ উচ্চ সুদে নেওয়া।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২৩ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৬১টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার সংখ্যা ৩১ দশমিক ৮৭ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা ৪০ দশমিক ৮২ শতাংশ। এছাড়াও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা ২৭ দশমিক ৫১ শতাংশ। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২২ টাকা ৪০ পয়সায়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!