• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পূর্ব ঘোষণা ছাড়াই উৎপাদন বন্ধ ডমিনেজ স্টিল


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৫:১৫ পিএম
পূর্ব ঘোষণা ছাড়াই উৎপাদন বন্ধ ডমিনেজ স্টিল

ঢাকা: ঘোষণা ছাড়া উৎপাদন বন্ধ করে দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। এর ফলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের অনুমোদন দেওয়া কোম্পানিটি বন্ধ হয়ে গেল।

নিয়ম অনুযায়ী, কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ করা হলে তা বিনিয়োগকারীদের জানাতে হয়। কিন্তু কোম্পানিটি এই নিয়ম মানেনি। ফলে কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে গেলেও তা জানতেন না বিনিয়োগকারীরা।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ সম্প্রতি কোম্পানিটির কারখানা পরিদর্শনে গিয়ে উৎপাদন বন্ধের এই তথ্য জানতে পারে। গত বৃহস্পতিবার ডিএসইর পক্ষ থেকে কারখানা বন্ধের এ তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছে। 

ডিএসই জানিয়েছে, ১৭ ও ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির আশুলিয়া ও নরসিংদীর দুটি কারখানা সরেজমিনে পরিদর্শন করে ডিএসইর প্রতিনিধিদল। এ সময় তারা দুই কারখানারই উৎপাদন বন্ধ দেখতে পায়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের সময় ২০২০ সালে ডমিনেজ স্টিলকে শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। আইপিওর মাধ্যমে এটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করে। এ জন্য আইপিওতে ৩ কোটি শেয়ার বিক্রি করে কোম্পানিটি।

শেয়ারবাজারে তালিকাভুক্তির বছর না ঘুরতেই এটি ‘বি’ শ্রেণিভুক্ত হয়। আর ভালো মুনাফা দেখিয়ে শেয়ারবাজারে আসা কোম্পানিটি এখন লোকসানি প্রতিষ্ঠান। সর্বশেষ চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল এক পয়সা। সর্বশেষ গত বছরের জুনে সমাপ্ত আর্থিক বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ লভ্যাংশও দিতে পারেনি। এখন এসে নীরবে উৎপাদনও বন্ধ হয়ে গেছে কোম্পানিটির। আর এই উৎপাদন বন্ধের ক্ষেত্রেও আইন মানেনি কোম্পানিটি। ফলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

এএইচ/আইএ

Wordbridge School
Link copied!