• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মহান বিজয় দিবসে বরগুনায় শহিদদের প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধা


বরগুনা প্রতিনিধি ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৩০ এএম
মহান বিজয় দিবসে বরগুনায় শহিদদের প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধা

ছবি : প্রতিনিধি

বরগুনা: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও চিরস্মরণীয় দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে বরগুনা জেলা প্রশাসন।

সূর্যোদয়ের সাথে সাথে জেলা কালেক্টর গ্রাউন্ডসে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবস শুরু করা হয়। বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার শহিদ গণকবর ও শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে জেলার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বরগুনা জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচী পালন করছে। সকাল ৯টায় বরগুনা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। সকাল ১০টায় বরগুনা শিল্পকলা একাডেমি মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলা উদ্ভোদন, বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, দুপুরে জাতির সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ধর্মীয় উপসনালয়গুলোতে দোয়া কামণা। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

এসআই

Wordbridge School
Link copied!