• ঢাকা
  • রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩০

আইপিওতে আসতে দেড় বছর সময় পেল সীমান্ত ব্যাংক


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২৪, ০৯:০৪ পিএম
আইপিওতে আসতে দেড় বছর সময় পেল সীমান্ত ব্যাংক

ঢাকা: বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সীমান্ত ব্যাংক পিএলসির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য দেড় বছরের সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) নিয়ন্ত্রণাধীন এই ব্যাংকটিকে উল্লেখিত সময়ের মধ্যে নির্ধারিত শেয়ার ছেড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে হবে। 

রোববার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩৮তম আলোচনা সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সীমান্ত ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আইপিওতে আসার জন্য সময় বাড়ানোর একটা আবেদন করেছিল। সেই আবেদনের প্রেক্ষিতে ব্যাংকটিকে আইপিওতে আসতে ২০২৬ সালের জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে।

এআর
 

Wordbridge School
Link copied!