• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোমবার রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে ডাচ্-বাংলা ব্যাংকের বুথ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২০, ২০২৫, ১০:৪৯ এএম
সোমবার রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে ডাচ্-বাংলা ব্যাংকের বুথ

ঢাকা : ডাচ্-বাংলা ব্যাংকের অটোমেটেডের রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর বেশকিছু এলাকায় টেলার মেশিন (এটিএম) ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ২৪ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ জুলাই রোববার রাত ৯টা থেকে ২১ জুলাই সোমবার রাত ১০টা পর্যন্ত এসব এলাকায় ব্যাংকের এটিএম ও সিআরএম সেবা বন্ধ থাকবে।

যেসব এলাকায় এ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে– রামপুরা, মগবাজার, মালিবাগ, খিলগাঁও, বাসাবো, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ী, মতিঝিল, পল্টন, গুলিস্তান, পুরান ঢাকা ও দোহার উপজেলা এবং আশপাশের এলাকা। সংশ্লিষ্ট এলাকার বুথ ও ফাস্ট ট্র্যাক সেবাকেন্দ্রগুলোতে এ বিষয়ে আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছে।

ডাচ্-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এইচ এম সগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময়ের মধ্যে শুধু ব্যাংক লেনদেন চলাকালীন সংশ্লিষ্ট শাখার সিআরএম ব্যবহার করে টাকা জমা ও উত্তোলন করা যাবে। ব্যাংক কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!