• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নতুন মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ১৯, ২০২৫, ০৫:৩৪ পিএম
নতুন মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

ঢাকা : কমিশন সভায় পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারী ও ইউনিটহোল্ডারদের স্বার্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

মঙ্গলবার (১৯ আগস্ট) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখ্যপাত্র আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও মিউচ্যুয়াল ফান্ডের সুশাসন নিশ্চিতকরণ এবং মিউচ্যুয়াল ফান্ড খাত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষসমূহ তথা: ট্রাস্টি, হেফাজতকারি ও সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য বিবেচনায় নিয়েই খসড়া বিধিমালাটি করা হয়েছে। 

খসড়া বিধিমালাটি এ পর্যায়ে জনমত যাচাইয়ের লক্ষ্যে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!