ছবি : প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)-এর নেতৃত্বে এবং আন্তর্জাতিক সিকিউরিটিজ কমিশন সংস্থা (IOSCO)-এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে পালিত নবম বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৫ (World Investor Week 2025) উপলক্ষে একটি সেমিনার সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (BASM)।
রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সেমিনারে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিএএসএম-এর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. গোলাম সারোয়ার হোসেন খান, ফ্যাকাল্টি মেম্বার (গ্রেড-৩), বিএএসএম। তিনি “Fraud and Scam Prevention in Capital Market” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, নির্বাহী ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) এবং অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আল-আমিন, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সেমিনারে প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মূল প্রবন্ধের ওপর গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। শেষে মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এএইচ/পিএস







































